কূটনী বুড়ি
   বখতিয়ার উদ্দিন।


কূটনী বুড়ি কূট করে যে এদিক-ওদিক বেড়ায়
এই পাড়াতে আসলে বুড়ি সবাই চুপ মেরে যায়।
বুড়ি তাহার মুখখানা যে বড়ই বদন চোরা
এদের কথা ওদের দিয়ে বাড়াই ঝগড়া জোড়া।
এই বুড়িটা কূল হইতে আসছে মাইর খায়
যেখানে যায় সেখানে শত অন্তর করে ছাই।
লোকের বাড়ি গেইলে বুড়ি জিনিস লুকিয়ে রাখে
তবুও বুড়ি দেখলে কিছু কু-নয়নে চেয়ে থাকে।
নানান কথা ছড়িয়ে দিয়ে জিবে আনে কত পানি
দুষ্ট ছেলে দেখলে তারে ডিল মারে  দূরে টানি।
এই বছর দেখলে ফল পরের বছর নাই
মায়ের কোলে দেখলে শিশু দিন বাদে শুকে যায়।
যে পাড়া যায় সেই পাড়াটা কু-দৃষ্টি দিয়ে শেষ।
কূটনী দিয়ে এই বুড়িটা নষ্ট করছে দেশ।
শেষ কালেতে এই বুড়িটা থাকে শূন্য মাঠে পড়ে
সেখান থেকে উঠে আসিয়ে নানান ঝামেলা করে।