তিল তিল করে যদি গড়ে উঠে মন,
বিন্দু বিন্দু প্রেম মনে সাগর তখন।
সাগরের প্রেম তবে আর নাহি শুকে,
তিল তিল মন তবে মরে দুখে দুখে।
হাজার মনে গড়েছি বিশ্বাসের পরে
আশা আর ভালবাসা শুধু তার তরে।
হেথা এসে যুগ পরে মানা করে দেয়
সাগরের নোনা পানি মন ভরে নেয়।
শুকিয়ে ভিজিয়ে গড়ে এক মায়া জাল
চাঁদনী রাতে জোনাকী কেটে দেয় কাল।
হবে করে বিন্দু মনে হাজার বিন্দুতে
মহাকাল শেষে বলে, নাহি যে আসতে।
আমার বিশ্বাস সেথা ভেঙ্গে শত কাঁদে,
হাত-পা কেঁপে কেঁপেই সব ভাসে বাঁধে।