মাছের রাজা ইলিশ রুচি ভরা স্বাদে
সবার মুখে ছড়িয়ে মায়া ভরা ফাঁদে।
পদ্মার ইলিশ হাঁটে বেশি যে কদর
কত কাঁটা আছে দেখ মাছের ভিতর।
চোখ দু'টা জ্বল জ্বলে ঝকঝকে আঁশ
বৈশাখে দাম বাড়িয়ে রাখে চারি পাশ।
পদ্মার ইলিশ বিশ্বে আছে বেশি দাম
মাছের রাজা ইলিশ ছড়িয়ে সু - নাম।
স্বাদে ভরা মাছে দেখ জিবে আসে পানি
ধন্য হয় মানুষ খেলে মাছ খানি।
লবণ মিশিয়ে দিলে থাকে বহু দিন,
লোনা মাছ বলে খায় স্বাদে ভরা বীণ।
ইলিশের ডিম আরো বেশি বেশি মজা
কত গুণ আছে যে তাই মাছের রাজা।