মাতামূহুরীর ঢল
   বখতিয়ার উদ্দিন।


অভিশাপে আর্শিবাদ নিয়ে আসো পরে,
কত ঘর বাস করে দুই কূল ধরে।
বর্ষায় পাহাড় থেকে পানি তব নামে
আরো তবে আরো তবে বর্ষা শুধু ঘামে।
দুই কূলতে উফচ্ছে পানি শুধু দাই
একটু পরে সাগর ঘর বাড়ি নাই।
মাতামূহুরীর ঢলে ডুবে কত ঘর
বর্ষায় এলে নদীটি  হয়ে যায় পর।


নদী কূল আশ্রয়তে বাস করে সারা
মাতৃরূপে জল দিয়ে শস্য ঘরে ভরা।
স্নেহ আর দানে করে জন বসবাস,
বর্ষা এলে তাহা ভুলে করে উপহাস।
নিষ্ঠুর ঘোলাটে টানে স্রোত জল ধারা
কূল ভেঙ্গ পানি নামে নাহি আর পারা।