হাজার হোক বাজারে সব ভুলে যাই,
কে,কি? কেন দিতে বলে - সব চোখে দেখে
নিজ হাওয়ায় উড়ে না দেখে তাকাই।
সব যেন ঠিক ঠাক কেন দায়ী চোখে!
ইচ্ছে করে হেলা নিয়ে জোর করে রাখে
নিজে নিজে আজ চোখে ভন্ড খোঁজে পাই।
জোর করে সব ধরে তবু নেই সুখে
ভুলে গিয়ে অন্ধ হয়ে পর ধন চাই।


পৃথিবীতে কত কাজ যাচ্ছে শত বয়ে
ইচ্ছে করে আড়ালেতে থাকি সব খানে
দেখে - না দেখে জীবন কাটিয়ে কারণে
ক্ষমতায় বসে থাকি জগৎ ভুলিয়ে।
সব দেখে ভুলে যায় মানুষের হাঁটে
মাঝে মাঝে ভাবি নিজে স্বার্থপর বটে।