বাহির থেকে দেখছি কিছু মানি জন,
আগে ছিল ধন তবে নেই তো এখন।
কোন রকম ইজ্জ্বতে তারা বেঁচে থাকে
কারো থেকে চেয়ে নিবে তাহা নাহি মাখে।
মান রাখে তবু তারা নাহি হাত পাতে
কত কষ্টে রয় আজ তারা দিনে রাতে।
তাদের খোঁজে তোমরা দিতে পারো ধন
কত খোঁজি মন তবে সুন্দর জীবন।
ধন নয় হয়তো তা দান হয়ে যাবে,
দানকে ধন বলেতো আরো মান পাবে।
মানির মান রাখতে কি বা যায় যাবে?
অসহায় আজ তবে কষ্ট করে রবে।
মানুষ তাই তাদের লজ্জা তবে আছে
ইচ্ছে করে দান করো নাহি দেখ পাছে।