দিনে পাঁচ বার হয় - এই আয়োজন,
নামাজ পড়ে যে তবে ভালো হয় মন।
আকাশে বাতাসে ভাসে খুশির হাওয়া
নামাজ পড়লে দেখ অনেক পাওয়া।
সামাজিক যোগাযোগ সবার যে ঘটে
পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে বটে।
গরীব ধনী কাতারে ভেদাভেদ নাই
সবাই যেন সমান মনে শান্তি পাই।
বলা মছিবত দূর নামাজ পড়লে
স্বাস্থ্য ভালো থাকে দেখ নামাজ রাখলে।
প্রতিদিন যদি পড়ি খুব ভালো লাগে
রোগ ব্যাধী দূর হয় মন তব জাগে।
যদি নাহি পড়ি দেখ কত ক্ষতি আছে
কত দেখ খসে যায় নাহি দেখ পাছে।
চারদিকে অপশক্তি গিজগিজ করে
যদি পড়ি যে নামাজ সবে যাবে দূরে।
পড়ালেখায় বাড়বে মেধা যে তোমার
বলে যে শেষ হবে না- কত উপকার।
আগে তবে ওযু করে হাত মুখ ধোঁয়ে
দেখ তবে যাচ্ছে সবে সুন্দর যে হয়ে।
যার যেন ইচ্ছে করে পড়তে যে পারে
নফল নামাজ পড়ে সারা রাত ধরে।
পাঁচ ওয়াক্ত ছাড়া যে আরো কত আছে
যত পড় সম্মানিত আল্লাহর কাছে।