কোন এক সাগরের বেলা ভূমি ধরে
ধবধবে সাদা রোদ চোখে পড়ে যায়।
চোখে মুখে চেয়ে দেখি ঘুম আসে ভোরে
ঘুম থেকে উঠে দেখি সব বেড়ে হায়!
হাই জীবন ভূবণ শেষ হয়ে যায়।
রোজ রোজ কেন মোর কাল যায় হেরে
বেলা ভূমিতে দাঁড়িয়ে ভাবছি পালায়।
গতকাল দেহ ছিল অভিশপ্ত চরে।


কি আসে কি যায় মনে - গেছে কত কবে!
নষ্টের দল ঘিরেছে শেষ করে দিয়ে।
নিজে নিজে শুদ্ধ হয়ে গেছি যদি  পেয়ে,
কষ্ট পেয়ে এসে থামে বালু চরে তবে
সব স্মৃতি শেষ বেলা সাদা রোদ মেখে
নীলিমার বুকে নীল কালো দিয়ে ঢাকে।