দৃষ্টি খানা দেয় আজ ধ্বংস নেশায়
দৃষ্টি তবে নিম্ন থেকে উর্ধ্বে উঠে মনে।
উট পাখির মাংস মনে করে খায়।
প্রতিটি শরীর তারা জিবে তুলে আনে
বাকি নেই আর কিছু বর্বর কারণে
সব আজ পড়ে গেছে কসাই খানায়।
শূকনের দল তারা কিছু নাহি মানে
নষ্ট হচ্ছে পথে পথে কত অবলায়।


শূকন তো নষ্টরেই মূল কারিগর
খাদ্য মনে করে তারা দেহ লুটে নেয়,
কি এক নেশায় সব নষ্ট করে দেয়।
এই সব কাজে কোন কাঁপে না অন্তর।
তবে আজ ধন- মান নাহি আর কিছু
নারী দেখে শুরু করে দৃষ্টি দেয় পিছু।