পাহাড়ের সেই মেয়ে বেণী বাঁধা চুলে
ভয়ে ভয়ে আঁধারেতে গাছপালা ঢলে।
হাড়ি পাতিল ঢুকিয়ে বারে ফিরে আসে
কেমন আছো,জিজ্ঞাসে মনে শত হাসে।
কি এক স্বপ্ন নয়নে আঁধারেতে কথা,
কেউ কাউকে না দেখে স্মৃতি হলো গাঁথা।
আরেক বার ঘোমটা - একা বসে থাকে
দূর থেকে দেখি তাকে রান্না করে রাখে।
ফিরে সে জগৎ ছেড়ে ফিরে ফিরে দেখা
আজি হতে পথখানি শত হবে একা।
স্বপ্ন মনে চেয়ে রবে মায়া মাখা চোখ
হরিণীর স্বপ্নে যেন পড়ে থেকে সুখ।
সেই কি আর হৃদয়ে আসে তবে ফিরে
বারে বারে চোখে ভাসে হাঁড়ি রাখে ঘরে।
এই পাহাড়ে মেয়েটি করে বসবাস
ফর্সা মুখ খানি তার করে উপহাস।
পাহাড়টা বারে দেখি শত আলো ছাড়ে
হৃদয়ে ইশারা করে মনখানি কাড়ে।
ইশারা করে হৃদয়ে সঙ্গী করে রাখ
জোড়ায় জোড়ায় সবে ছবি খানি আঁক।
স্বপ্ন মনে জেগে গেল স্বপ্ন হলো খাঁটি
হোক বারে হয়ে যাক হৃদয়ে মেয়েটি।
নিত্য তবে মনটি সেথা চলে ফিরে
শাক তুলে চলে শত সেই তার ঘরে।
এই দিক ওই দিক বেণী চুলে যায়
ফর্সা মাখা মুখ খানি ভেবে শত পায়।