সাবধান
বখতিয়ার উদ্দিন


সাবধান সাবধান যারা সুখ খোঁজে
তাদের থেকে আলাদা ভালো থেকো নিজে।
খোঁজে খোঁজে নষ্ট করে অস্তির স্বভাব
যত পায় মনে মনে হয় বা অভাব।
সুখের তরে সম্পদ করে কত চুরি
পরের ধন নিয়েছে নিজ মতো করি।
সুখ তরে কত জনে ওজা বাবা ধরে
তাবিজ কবজ গলে হয়রানে মরে।
পৃথিবী কি সুখের কে বা বুঝে বলো
সুখ খোঁজে জীবনের করো কেন কালো।
ক্ষণিকা পৃথিবীতে সুখ কেন খোঁজ
ধরিণী কষ্টের ঘর মনে মনে বুঝ।
যারা সুখ খোঁজে মরে তার ধারে মানা
অস্থির হয়ে মরবে জন যেন জানা।