সাপের বিষ শরীরে
    বখতিয়ার উদ্দিন


বিষাক্ত সাপের মত একটি দিনের
সব কাজ যেন কাটে হেলে দুলে বেঁকে।
কখনও নেশা জেগে জটিল মনের
সব অসমীকরণ জীবনের ডাকে।
কত কাল কত ঘর ছোট মনে আঁকে
বুঝে - না বুঝে থেকেছে বছর বছর।
কি জানি কি হয় জীবনের  বাঁকে
সাপের বিষ শরীরে দেয়নি খবর।


জীবন সুখের তরে মন দিল হাঁটে
মধু দেহে বিষ মেখে এসেছিল মনে
দিনে দিনে মন খানি টানে বিষ পানে।
বিদায় দিতে বসেছে মধু নিয়ে ঠোঁটে
মধুকে বিষ করিয়ে দেহ বারে বাঁচে
সাপের বিষে জীবন সব গেছে পঁচে।