গরীবের ক্ষিধে শত মধ্যবিত্তে স্বপ্ন
সারা বাংলা কেঁপে উঠে আশা আর বর্ণ,
শাসন আর শোষণ চলেছিল সঙ্গে
একটি নাম তখন জেগেছিল বঙ্গে।
এক বাণী এক হাসি দিয়ে দেশে প্রাণ
এক কথায় জনতা দিতে রাজি মান।
এক আঙ্গুলে এনেছে দেখ এক দেশ
তাজা হাসির গৌরবে আজো তাজা রেশ,
দাঁড়িয়ে একটি দেশ তার মাঝে তিনি  
এক ইশারায় আনে স্বাধীনতা যিনি,
শেখ মুজিব হৃদয়ে শুধু এক নাম
একটি দেশ গৌরবে রক্তে কেনা দাম।
স্বপ্নখানি এঁকে দিতে শত জনতার
একটি দেশে মুজিব শত দরকার।
আজ মুজিব লুকিয়ে বীর গাঁথা বুকে
যুদ্ধ  প্রাঙ্গণে দাঁড়িয়ে মুজিবর ডাকে।