সব দিকে অভিনয়
    বখতিয়ার উদ্দিন।


জীবন সেই তো এক রক্ত মাখা খেলা,
খেলতে খেলতে কাটে বয়সের বেলা।
সব দিকে অভিনয় বিশাল ব্যাপার,
কে কবে হেরে পতিত দেখেই আচার।
কে কবে বন্ধি রয়েছে দেখ এক কান্ড
অভিনয়ে হেরে গেলে পেত পারো দন্ড।
বাস্তব না হলে দেখ মনে মনে খেলা
হার আর জয় নিয়ে সবার যে পালা।


বুদ্ধি দিয়ে চলে যাবে প্রতি ঘাটে ঘাটে,
বিপক্ষ উৎপেতেই রয় প্রতি বাটে।
সাবধানে চল তবে খেল তব খেলা
কখন যে দেখ তব ডুবে যায় বেলা।
স্নায়ে স্নায়ে করে দেখ রক্ত মাখা যুগ
সব দিকে অভিনয় মহা এক রোগ।