স্বপ্নের রেল
বখতিয়ার উদ্দিন


বাড়ির পাশে এসেছে  স্বপ্নের যে রেল
সারা দিন দেখে কত জনতার খেল।
বয়ে গেছে  রাস্তা খানি  হাজার হাজার
পাথরের ভাঁজে  ভাঁজে  বিট যে লোহার।
বয়েছে  পহরচাঁদা গ্রামের উপার।
ঢাকা থেকে রেল যাবে যে কক্সবাজার।
কত গ্রাম ঘর বাড়ি পাড়ি দিয়ে যাবে
যোগাযোগ আগের থেকে কত ভালো হবে।
বিকালে রেল রাস্তায়  কত ঘুরাঘুরি
বন্ধু নিয়ে রেল ধারে কত স্মৃতি করি।
পাহাড় নদী পড়েছে যে রেলের তলে
স্বপ্ন মনে ঝকঝকে রেল খানি  চলে।
পর্যটন নগরতে কত আসে যায়
রেল রাস্তা বয়ে চলে সোভা যে বাড়ায়।
সকাল বিকাল যাবে কত স্বপ্ন নিয়ে
গ্রাম ছেড়ে নগরতে আরো কত হয়ে।
দিন যাবে মাস যাবে কত অজানার
কারো আনন্দ যাত্রা কারো বেদনার।
নিজেরা বুড়া হইবো নাতি পুতি চড়ে
স্বপ্নের রেল বয়বে যুগ যুগ ধরে।