হে পৃথিবী তুমি কতটা মধুর হবে?
যৌবন ভরা হৃদয়ে তাকিয়ে যে কবে!
যৌবন কালে ভুলেতে নাহি যেন গেলে
যথাযথ শক্তি দিয়ে নিজে নিজে জ্বলে,
কতটা মধুর হবে তোমার পৃথিবী
যেদিকে যাও জীবনে স্বর্গ সুখ দাবী।
সব যেন ঠিক ঠাক স্বাস্থ্য সুখে ভরা
ঘন কালো কেশ উঠে শিরে তব ত্বরা।
সুস্থ থেকে দিন রাত উপভোগ মনে
মাথা ব্যাথা নাহি লাগে একটু যে ক্ষণে।
ভালো মনে ধন মানে ভরে যায় তব
ধৈর্য্য আর প্রজ্ঞা দিয়ে আরো কত হবো।
যারা সফল সে পথে তবে তুমি যাও
মরে গেলে পরে কালে স্বর্গ সুখ পাও।
সব যায়গায় দেখ স্বর্গ সুখ দাবী
কতটা মধুর লাগে সুন্দর পৃথিবী।