শুদ্ধ মনের খবর
  বখতিয়ার উদ্দিন।


ভিক্ষুক সেজে বসেছে দেখ এই মন।
যদি দাও তবে দেখ পাবে নিজ করে,
বিশুদ্ধ রেখেছি শুধু দিব কি তখন!
পাব কি - পাব না, কোন ভাবি না অন্তরে
শুদ্ধ মনে চেয়ে থেকে রয় তার তরে।
কোন চেষ্টা বাকি নেই দেখছ এখন।
চেয়ে থেকে কবে হবে কে ভাবে ভিতরে!
শুদ্ধ মনের খবর রাখে এক জন।


কত দিকে কত জনে করে অবহেলা
একটু যেন চাহনি মনে দাগ রবে,
শুদ্ধ মনে চেয়ে থেকে যেন সব যাবে।
বিশুদ্ধ মনে কেটেছে কত সুখ বেলা
শুদ্ধ মনে যদি তব ভিক্ষা করা হয়,
সেথা দেখ এক জন সদা সাথে রয়।