এই নশ্বর ভূবনে,
এই ঠুনকো জীবন পেয়ে ,
চাতক পাখির মত
থাকিতে হয় ,চেয়ে।


শত আশা ,কত স্বপ্ন
দেখে এই , লোভিত মন ,
আকাঙ্খায় কাতর , পেতে
কত সব প্রিয়জন।


প্রাপ্তি আর অ –প্রাপ্তিতে
জীবনটা হয় দিশেহারা ,
তবুও তো ভরে না মন ,
যতক্ষণ জ্বলে ,এই নয়নতারা।


একলা বাঁচায় তো জীবন ,
নেই তাতে কোন কোলাহল ,
গড়া হবে না তাতে ,
প্রেমের কোন তাজমহল।


থাকেনা কিছু হারানোর ভয় ,
থাকেনা কোন হতাশা ,
পেতে হবে না কোন দুঃখ
করিবেনা কেউ তামাশা।


হয়তো একটু নির্জনতায়
কাটিবে জীবন ,
দেবে না কেউ ব্যথা,
পারিবেনা ভাঙ্গিতে মন।


অনাদরে হয়তো থাকিবে তুমি ,
করিবেনা কেহ মায়া,
থাকিবে তুমি নিরাপদ ,
পরিবেনা বেঈমানীর বিষাক্ত ছায়া।


দৈনন্দিন কাজের রাখিবে না
কেউ , তোমার খবর ,
কিন্তু থাকিবে না ভয় ,
আপন মানুষ যদি হয় পর।


রোগে ,শোকে হয়তো রইবে পড়ে,
তাতেও যে , মহা আনন্দ ,
দোষ ধরিতে পারিবেনা তোমার
দেবেনা কেউ গালমন্দ।


জীর্ণ বসনে থাকিবে তুমি ,
করিবে না কেউ নিন্দা ,
রেহায় পাবে তুমি যাতনা থেকে ,
মনে হবে না কভু , মৃত্যু সম জিন্দা।


থাকিবে তুমি নিঃসঙ্গ ,নীরব
একেবারে শান্ত ,
জীবন সংগ্রামে তোমায়
হতে হবে না ক্লান্ত।


এই একলা ধরনীতে
তুমিই তোমার রাজা ,
পারিবেনা দিতে কেউ অপবাদ ,
পারিবেনা দিতে কোন সাজা।


সবার অগোচরেই একদিন
বিলীন হবে তোমার ঐ মলিন মুখ ,
কাঁদিবে না কেউ, বুক ভাসিয়ে ,
পাবে তখন , একলা বাঁচার সুখ।