কোন দয়াতে জীবন পেলাম ,
এই ধরণীর মাঝে ,
কোন ভুলে আজ ভেসে চলেছি
সকাল, সন্ধ্যা সাজে।


চলিতে পথে ,থমকে গেছি
বহু পুরাতন পথে ,
একেলা থাকার স্বাদটা পেতাম ,
  না থাকলে রাত্রী সাথে।


রাতটা যে মোর বড় আপন ,
জেগেছি দুজন মিলে ,  
তারাগুলো তাই ,মান করেছে
সঙ্গে নেয়নি বলে।


পৃথিবীর মানুষ বড় ভাল ,
আসেনি খোঁজ নিতে ,
তাহাদের মাঝেও যায়নি আমি ,
কোন শান্তনা পেতে।
নিঃসঙ্গতায় ডুবে থেকেছি ,
দুঃখগুলো ছিল পাহারাদার ,
সবকিছু কেন আমার বেলায় ?
আমি কি একমাত্র পাওনাদার ?