আমাদের স্বাধীনতা
আমাদের গৌরব,
তারা বীরশ্রেষ্ঠ সাতজন,
ইতিহাসে ছড়াচ্ছে সৌরভ।


রয়েছে আরো বীরউত্তম,
বীরপ্রতীক ও বঙ্গবীর,
ইতিহাসের পাতায়
রয়েছে তাদের সোনালী নীড়।


বিনম্র শ্রদ্ধা জানাই তাদের
নতশিরে,
রহিবে তারা হৃদয় মাঝে,
যুগ-যুগান্তরে।


মন কাঁদে শুধু তাহাদের জন্য,
যাদের ইতিহাস এখনো অজানা,
দিয়েছে প্রান, দেশের তরে,
পদক বিহীন, ঐসব বীর সেনা।


যুদ্ধের আধার  রাতে, বৃদ্ধটির
সাহস কেউ তখন দেখিনি,
বুকে মাইন বেঁধে হাসিমুখে গিয়েছিল,
আজও অবধি বাড়ি ফিরেনি।


তেরো  বছরের বালকটি তার,
গুলতি নিয়ে করেছে মোকাবেলা,
রাইফেলের গুলিতে ঝাঁঝরা বুক,
হাসিমাখা মুখ ছিল বিদায় বেলা।


পিতা-মাতা হারানোর প্রতিশোধ
নিতে গিয়ে আর ফেরেনি,
দশ বছরের বাড়ন্ত শিশুটি,
বোমার আঘাতে চলে যেতে, কেউ তাকে দেখিনি।


শত্রুর বায়োনেটের আঘাতে ,
ছিন্নভিন্ন যুবকের দেহ,
হাসিমুখে দিয়েছে প্রাণ,
জানতে পারিনি আজও কেহ।


পুতুল খেলা থেকে তুলে নেওয়া,
মেয়েটির নির্মম পরিণতি,
ডোবার নিচে শায়িত লাশ,
পাইনি খোঁজ কেউ, এখন অবধি।


দড়ি দিয়ে বেঁধে যুবকের দল,
দাড় করিয়ে, করেছে ফায়ার,
কারো ভাই, কারো স্বামী, সন্তান,
কোন খোঁজ মিলেনি আর।


দেশের তরে দিয়েছে প্রাণ,
হয়নি তাদের গণনা,
বুকের রক্ত দিয়ে গেছে গোপনে,
ইতিহাসে নেই কোন বর্ণনা।


পাইনি তারা, কোন খেতাব,
ইতিহাসে করেনি ভিড়,
আমি তাদের, দিয়ে দিলাম পদক,
তারা অমর, তারা মহাবীর।