ক্ষুধার জ্বালা , খোদা  জানে কি না ,
বলিতে নাহি, আমি পারি ,
আমার মতো বুঝিবে না কেউ ,
আমি যে অনাহারী।


মুখের আহার নিয়েছে কাড়ি ,
ঐ বিত্তবান , লোভী মুখোশধারী ,
রক্তচোষা পিচাশের দল ভারী ,
আমি যে অনাহারী।


তীব্র জ্বালায় , জ্বলে যায় বুক ,
কাল সাপের বিষে আমি মরি ,
ধোঁকাবাজদের ধোঁকায় পড়ে ,
আমি যে অনাহারী।


ওরা খেতে দেয় না , বলে মর ,
ওরা উড়ায়, সভ্যতার নিশান ,
চোখ পুড়ে যায় , সহিতে নাহি পারি ,
তবুও সয়ে যায় , আমি যে অনাহারী।


মনে হয় খেয়ে ফেলি, ওদের কলিজা ,
রক্ত পান করে মিটায় তৃষা ,
আমি দূর্বল , কি করে আমি করি ,
আমি যে অনাহারী।


ঐ পাষান্ডের দল , তিল , তিল করে
মারিতেছে সারা বিশ্ব ,
কে দিবে ওদের গলায় দড়ি ,
শুধু দিন গুনে যায় , আমি যে অনাহারী।