ঘুম ভেঙ্গে গেলে , স্বপ্নটা
যেমন, আবছা ,আবছা , মনে পরে ,
শিশুকালের স্মৃতিটাও তেমন ,
রয়েছে আমার মনের ঘরে।


কৈশোরের মধুমাখা স্বর্ণালী দিন ,
ভেসে ওঠে ক্ষণে ,ক্ষণে
মনে হয় যেন ,এইতো সে দিন হলো
বলিতে পারি সব গুনে , গুনে।


কৈশোর পেরিয়ে যৌবনে
কখন যে এলাম , কেটে গেল বেলা ,
শারীরিক ভাবে বেড়েছি শুধু
মনটা রয়েগেছে ছেলেবেলা।


তারই মাঝে শুরু হলো ,
বৈবাহিক জীবন ,
যেন গভীর ঘুমের মাঝে ,
চঞ্চলা মধুর কোন স্বপন।


উল্লাসে মাতোয়ারা মন ,
যখনি দেখিলাম চেয়ে ,
ছোট্ট , ছোট্ট হাত -পা নাড়িয়ে
এসেছে সে, বেহেস্তের পথ বেয়ে।


ভাষাহীন চাহনীতে তাকিয়ে ,
শুয়ে আছে মোর কোলে,
আমারই অংশ , করিতেছে খেলা ,
আমি বিস্ময়ে , সকলি গেছি ভুলে।


বিধাতার শ্রেষ্ঠ উপহার
তুলিয়া নিলাম বুকে ,
সারা শরীরে আলোড়ন তুলেছিল,
বলিতে পারিনি মুখে।


মুখপানে তার চেয়ে থেকে ,
কোটি স্বপ্ন জাগে মনে,
বিধাতার কাছে প্রার্থনা করি ,
থেকো তুমি , তার সনে।


গড়িয়া নিয়ো তোমারি ইচ্ছায়
ঠাঁই দিয়ো কৃপা তলে ,
মোর জীবনের শেষ বাসনা  ,
করিলাম দু -হাত তুলে।


এই জীবনে , কি পেয়েছি
হিসাব করিনি তা ,
হাজার কোটি শুকরিয়া তোমায় ,
আমি হলাম আজ পিতা।