গভীর ধ্যানে মগ্ন
শরীরটা তার অর্ধ নগ্ন ,
বসে আছে সাধু অবিচল
বাণী তার , চলে আস  রসাতল।


এই সন্ন্যাসীর ডাকে
কে বলো , ঘরে থাকে ,
তাইতো সবাই দলে , দলে
যাচ্ছে আজি , রসাতলে।


বাবার বড় বাধ্যগত চেলা ,
ধন্য তারা ,ছুয়েছে পায়ের তলা ,
বাবা তাই ,শিষ্যের প্রতি খুশি,
শিষ্যের আশা , হবে একদিন ঋষি।


বাকি আর নেই বেশি,
সবাই হয়ে গেছে প্রায় , সন্ন্যাসী।
মালিক , ব্যবসায়ী, হোমরা ,চোমরা
সবাই থাকে ,বাবার খাস কামরা ।


রয়েগেছে শুধু অল্প কিছু মানুষ ,
তাইতো বাবা ,তাদের প্রতি রুষ।
এখনো ভয়াবহ কষ্টে তাদের জীবন ,
রসাতলে যাবে না ,করিয়াছে পণ।


রাস্তা ঘাটে , বাজার ,হাটে
সবখানেই বাবার হাত ,
আইন কানুনের  ,কথা বললেই
চলে যাবে তাদের জাত।


বাবার স্লোগানে ,উচ্চস্বরে
বন্দনা হয় হৃদয়  ভরে ,
এ যে , বড়ই পুণ্য ,
রসাতলে নিয়ে  সব ,হয়েছে তারা ধন্য।