মানবকুলের উন্নয়নের ধারাবাহিকতায় ,
দু -কলম বিদ্যা গলদ করণে ,
মানুষের দৃষ্টির যে, উন্নয়ন ঘটেছে ,
দেখতে পারছি আজ স্বয়নে।


অসহায়ের বুকফাটা আর্তনাদ,
আজ খুবই  স্বাভাবিক ,
আত্মার বন্ধন ছিন্ন করা ,
এটাও নয় কোন খারাপ দিক।


নিজ কর্মে , কার কি ,ক্ষতি হলো
তা, না দেখাটাও স্বাভাবিক ,
ধর্মের বিধান , পালন না করাটা,
আজ আধুনিক।


অন্যায় , অপরাধ  আজ
ছেলে -খেলা বিনোদন ,
মিথ্যা বলা , আর বেঈমানি করা
স্বভাবের জন্য বড়ই প্রয়োজন।


আদব -কায়দা মেনে চলাটা,
আধুনিকতার বাঁধা ,
অন্যের ক্ষতিতে মত্ত হওয়া ,
স্বাভাবিক এক ধাঁধা।


বৃদ্ধ মায়ের সেবা করাটা ,
বিদ্যার ভিতর পরে না,
প্রিয়জনকে দূরে সরাতে ,
বিবেক কাঠি নড়ে না।


মানুষ , মানুষকে হত্যা করাটা  ,
জীবিকার মধ্যে পড়ে,
আইন -কানুন , ন্যায়নীতি আজ ,
হকারে ফেরি করে।


পূব আকাশের সূর্যটা রোজ ,
ডুবছে পশ্চিম দিক ,
নিজ স্বভাবে অটল থাকি ,
এটাই স্বাভাবিক।


নিজেকে চেনার চেষ্টাটা আজ ,
ভীষণ রকম অভাব ,
তাইতো আজি, সবকিছুতেই  ,
খুব স্বাভাবিক , স্বভাব।