দেখিলাম সেদিন পথে
ধূলিমাখা বসনে , উন্মাদ এক লোক ,
চলিতেছিলো আপন খেয়ালে,
দৃষ্টি তার ছিল অপলক।


সাই, সাই , বাহনের যাতায়াত
ব্যস্ত মানুষের স্রোত ,
কোলাহল , তর্কাতর্কি , হৈ হুল্লোড়,
দেখেছি মানুষের হিংস্র ক্রোধ।


উল্কার বেগে এক বাহনের তলে,
চাপা পড়লো ঐ আত্মভোলা লোক ,
করুন আর্তনাতে কাঁপিয়া উঠিল বাতাস,
স্থির হয়ে গেল , আমার দুটি চোখ।


রক্তাক্ত দেহখানি ধুলায় একাকার ,
ব্যস্ত মানুষেরা , দেখিলো না ফিরিয়া,
এ যেন অতি তুচ্ছ ঘটনা ,
সময় হলো না তাদের দাঁড়াবার।


কিছুক্ষন ধরে কাঁপিয়া ,দেহখানি নিথর।
রয়েছে পড়ে  আগের জায়গায় ,
শুধু রক্তের ধারা এগিয়ে গেল,
পাশের বনো ঘাসের ডগায়।


আমি ভেঁজা চোখে , তাকাইয়া রহিলাম ,
তার পর ছাড়িয়া আসিলাম সেই স্থান ,
কথা থেমে গেল মুখে ,
ভাবিলাম , এত সস্তা কি ? মানুষের প্রাণ।


এমনি চিত্র , ঘটে কত ,শত ,প্রতিদিন
এই না দুনিয়ায় ,
কে জানে , কার প্রিয়জন তারা ,
নিচ্ছে এমন করুণ বিদায়।