অসীম স্বপ্ন নিয়ে ,সেই কবে
শুরু পথ চলা ,
কাঁধে ঝোলানো বিদ্যা বোজা ,
কেটেছে পাঠশালা।


প্রতিটা ধাপে পেয়েছিলাম,
মূল্যবান বিদ্যা সনদ ,
অন্যায়ের সাথে ছিলোনা তাই ,
আমার কোন বনদ।


বুকভরা আশা নিয়ে,
ছুটলাম কর্মের পিছু ,
রাষ্ট্রীয়  বড় চাকরি করে
মাথা করিব উঁচু।


করিব দেশের সেবা ,
বাড়াইবো তাহার মান ,
সবখানেতেই তাইতো করি
দেশের জয়গান।
করিলাম চেষ্টা বারংবার ,
স্বপ্নটা করিতে পূরণ ,
গিয়েদেখি সব সাধুর মেলা,
ধরতে হয় চরণ।


পারিনা সাধুর মন ভরাতে ,
আমার যে , শূন্য হাত ,
কেরানী পদেও তাইতো আমি
হয়ে গেলাম বাদ।


নেতার ছেলে , বিদ্যা গিলে
পেয়েছে সাধুর মন ,
সাধুরা তারেই কৃপা করে ,
যাদের আছে ধন।


জুতা কত ক্ষয় করিলাম
হিসাব করি নাই ,
নিয়মনীতি পূরণ করতে ,
প্রাণটা যায় , যায়।


বয়সের কোটা শেষ করিলাম
সাধুদের বাঁধা নীতিতে ,
ঐ দিকে আর পা বাড়াইনা ,
দক্ষিণা দেওয়ার ভীতিতে।


সম্বল এখন আমার কাছে
জীর্ণ ফাইলখানা ,
স্বপ্নগুলো মোর দাগী  আসামি ,
বন্দি আজ জেলখানা।


      সমাপ্ত