ভূমিষ্ঠ হওয়া শিশুটি জানে না
কে তাহার আপন , কে পর ?
মিলাতে পারে না সে ,
পিতা , মাতা , বোন সহোদর।


এভাবেই হামাগুড়ি দিয়ে , দিয়ে
দাঁড়ায় একদিন নিজের পায় ,
দুনিয়ার কোন লালসা তাকে
ছুঁতে নাহি কভু পায়।


শিখিয়া নেয় সে , স্বদেশের বুলি ,
খুঁজিয়া পায় , নিজের স্বজন ,
এমনি করে , গড়িয়া উঠে সে ,
তৈরী হয়, মায়ার বাঁধন।


পৃথিবীর ঘূর্ণিয়নে , বদলে যায় দিন ,
বদল হয় , অতীত জীবন ,
ভাই, বোন , পিতা -মাতা , স্বজনেরা
প্রশ্ন তুলে তখন।


কখনো পিতা -মাতার কাছে বোঝা ,
আবার কখনো , তারাই জঞ্জাল ,
ভাই -বোনেরা চেনেনা কখনো ,
কখনো বা তারাই দর্জাল।


পিতামহের দেখি, কোন কদর নাই ,
ভারী বোঝা হয় , দাদীমা ,
নিজ , নিজ চিন্তায় মশগুল সবে ,
একে দেয় , হিংসার কালিমা।


একই বাঁধনের সুতা , হয়ে যায় ছিন্ন ,
একই ভুবন তলে , রয়ে সবে ,
কেন যে এমন হয়, কিসের লোভে ,
এর শেষ হবে , জানিনা কোথায় কবে?


আমারও তো হয়েছে শিশু ,
এই তো ,অল্প কয়েক মাস ,
আমাকেও হয়তো করিতে হবে ,
অন্য কোথাও বাস।


গড়িয়ে যাচ্ছে দিন ,
ফুরিয়ে যাচ্ছে বেলা ,
শেষ কি আর হবে না ?
এই নিষ্ঠুর ভাঙ্গনের খেলা।