লেখা পড়া করে যে
গাড়ি বাড়ি করে সে
লেখা পড়া করে যে
ঘুষ খোর হয় সে
যত বড় অফিসার,
তত বেশি আয় তার।
টাকা যায় কানাডায়
সংসদও বাদ নাই,
আইনের রক্ষক
হয়ে যায় ভক্ষক।
কথা ওই একটাই
আরো বেশি টাকা চাই।
দুদকের মামলায়,
কেউ যদি ফেঁসে যায়।
আইনের ফাক নিয়ে,
উকিল কে টাকা দিয়ে।
সেজে যায় নির্দোষ,
দুদকের আফসোস।
চুনো পুটি পায় সাজা,
বেঁচে যায় মহারাজা।
সিস্টেমে সব হয়,
অযথা কিসের ভয়,
ঘুষ আর দুর্নীতি,
জীবনের মূলনীতি।
যেখানে চাকুরী পাও,
লুটে পুটে সব খাও,
উপরের ভাগ দিলে,
সাত খুনে মাফ মিলে।
বেতনে কি হয় বাড়ি?
সোনা দানা দামি গাড়ি?
উপরি আয়টা তাই,
না জায়েজ ভাবতে নাই।
ঘুষ খোর হযে তাই,
সবাই সাপোর্ট পায়।
পরিবার তো বুঝে না,
টাকার উৎস খুঁজে না।
আয় করে হারামে
পরিবার আরামে।
মুখে কিন্তূ নীতি কথা,
দুর্নীতির ইতিকথা।
শিক্ষিত হলে ভাই,
দুর্নীতি করা যায়।
পড়াশোনা করে তাই,
ঘুষের চাকুরী চায়।
কিছু লোক ভালো তাই,
দেশটা চলছে ভাই।