অনেক দিয়েছো আমায়
নিদ্রাহীন বেহিসেবি রাত
আর না মরে, মরনের স্বাদ।


তোমাকে হারানোর শোক
কবিতার পংক্তিতে পংক্তিতে
আর হৃদয়ের গভীর অনুভবে।


তুমি নেই বলেই তো
হতাশায় বুদ হয়ে থাকা
নীল অপরাজিতার মত বেদনারা
ফুটে থাকে হৃদয়ের বাগানে।


আশাহীনবিষণ্ণ দিন
নির্ঘুম দুঃসহ রাত
তোমার জন্যই তো পেলাম
তোমার জন্য অপেক্ষা
জন্ম জন্মান্তর
পাবো না জেনেও না জানার ভান
সবকিছু আবার যদি হতো ভেবে
জীবন নামের জগদ্দল বোঝা
টেনে যাই অসহায় ভাবে।


তোমার জন্য আজও
সদানন্দ হতে খুব ইচ্ছে হয়
অথবা হিমুর মত বিবাগী অনুভব
অপেক্ষায় থাকি ,তুমি ফিরে আসবে
তোমার জন্য ক্রোধেরা করুণা হয়
মুষ্টিবদ্ধ হাত অবসাদে ঝুলে পরে
বিশ্বাস ঘাতক ভাবতেও কষ্ট হয়
অথচ সেই তুমি  
সাবলীল অবলীলায় সুজাতার মতো সুখী হয়ে
দিব্বি সাজানো সংসার।


অনেক দিয়েছো আমায়
অসহ্য অসহায়ত্ব আর অবিশ্বাস
হৃদয়ের অলিন্দে অলিন্দে ঘুন
ভেঙে পড়ার সযত্ন উপহার।