বৃষ্টি এবার নামিয়েই ছাড়ব …
ঝড়ের বেগে
চোখের জলে ভেজব বলে….


তবে কেন বৃষ্টি হবে ?
বড় ভয় হয় বৃষ্টির কান্না
নিজের কান্না ভেবে।


নাহ! ভালোবাসার বৃষ্টি ..


একটু হোক দুজনাতে
মান অভিমানের খুনসুটি,
একটু আদরে হবে বিলীন
ভালবাসা দুজনে করব বিনিময়।


ভাল বলেছেন
মান অভিমানের খুনসুটি ..


আপনাতে হবে আপন
ঝড়-বৃষ্টি বাদল দিনে,
বিজলীর মতো হৃদয় মাঝে


মান-অভিমান সব হারিয়ে;
নয়ন জলে করবে আলিঙ্গন
এ যে মধুর ভালবাসার ক্ষণ।


তুমি যাই বল আজ এই বাদল দিনে
রিমঝিম বৃষ্টির সুরে,
যতটুকু ভুল ছিল দুজনাতে
নয়নের জলে নয়; বৃষ্টির জলে;
ভাসিয়ে দেব দুজনার খুনসুটির
আছে যত অভিমান।


তাকেই বড্ড ভালবাসি
হাজারও মান-অভিমান,
চোখের জল রাশি রাশি যতটুকু তার প্রয়োজন
সবটুকু তার…আজ এই বৃষ্টি শুধুই আমার।