প্রেম


প্রেম যে জোয়ার ভাটা
এই আনন্দ এই ব্যথা,
সুখের ঘরেও ঘুণপোকা
অবিশ্বাসেই শত ব্যথা।


অনুভূতি


অনুভূতি আজ ঝরে পড়েছে
রোদ বৃষ্টি ঝড়ে,
কেউ পেয়েছে ছাদের উপর
কেউ বা পার্কে বসে,
কেউ পেয়েছে বদ্ধ ঘরে
কেউ বা শপিং মলে।


সুখের


সুখে আছি ভাবে সবে
দেখে আমার চাকচিক্য,
আমার ব্যথা আমি বুঝি
বাহির সবার লক্ষ্য।


ভুল


ভুল প্রতিশ্রুতিতে সাজাই সংসার
ভালবাসা পেয়ে
চোখের জলে আজ হৃদয় ভাসে
নির্জনতার মাঝে।


শেষ অনুভূতি পরে


আমার অনুভূতি আর জাগে না
নিষ্ঠুর পাষাণ দেহ,
ঝড়ের আগে ঝরে পড়েছি
অনুভূতি কি থাকে।


প্রেম অনুভূতি সুখের ভুল
শেষ অনুভূতি পরে।


উত্তরা, ঢাকা-১২৩০, রাতঃ ১২:১০, ২৫০৮২০১৪।