একটা সুন্দর মাকড়সা আঠা দিয়ে ঘর বুনছিল,
ওটা জাল নয়।
তোমার মনের ঘৃণার কোনে ফুল ফুটেছে,
বেকার যুবক মন রুগী-
শিক্ষার কালো জালে আবদ্ধ সেই পিঁপড়ে।
বর্ণপরিচয়-এর সাতাশ বছর পর,
বুঝলাম না কেন বাক্য জাল?
দাঁত গুলো সব ঠোঁট হয়ে গেছে! তাই-
হিংসার জালে বন্দি টিয়াপাখি।