ওরা আমাদের হাতে
এখন একটি আধপোড়া চাঁদ ধরিয়ে দিয়েছে
সেই চাঁদের ভাঙা চোয়াল ধরে
আমরা ব্যাপক উল্লাসে ঝুলে আছি আকাশে!
যদিও বেমালুম ভুলে গেছি
আমাদের শিকড় এখনো প্রোথিত মাটিতে ।      
আর দেখছি আমাদের রক্ত চুষে
কীভাবে ওরা উঠে যাচ্ছে পাঁচ তারকা হোটেলে
নব্য মানবতাবাদের ব্যাকরণ পাঠ করতে !
গোলাপ ও রমনী যোগে এসি কামরায় বসে
বন্টন করছে আমদানি করা এথিকস, মূল্যবোধ!
ওদের ফুসফুস তাড়িত বাতাসে
ফুলেফেঁপে উঠছে মৃত সভ্যতার উদর!
আর জিভ থেকে নিঃসৃত অশ্লীল লালায়  
জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে সমস্ত উদ্ভিজ্জ সবুজ!
অথচ কালের সংকটে একদিন এই নদীগুলোই
জলদমন্দ্র ধ্বনি তুলে জেগে উঠেছিল
আমাদের ধমনীতে!
আমরা তখন পদ্মা, মেঘনা, যমুনা- উত্তাল বাংলা !
কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ঘামে ভিজা গামছা
সোনামুখী সুঁই- স্বপ্নের নকশীকাঁথা আর
সমস্বরে গেয়েছিলাম ‘’আমার সোনার বাংলা’’ ...