থাকতে চেয়েছি তোমার কাছাকাছি, মায়া মাধুর্যে—অপূর্ব আঙিনা
ফুলে ফুলে সাজানো—ভিতরে মরা রক্ত, ক্ষত ঘা—আহ! ভালবাসা!
তুলে রেখেছি বাসি চুম্বন,এবার এলেই ছড়িয়ে দেবো বাতাসে
ডাহুক ডাকা দপুরে—সাড়ম্বরে জানিয়ে দেবো সব গোপন কথা


তোমার কোন চুলে বিঁধে আছে আমার দেওয়া জোনাক পোকা
দুঃখ পেলেই জ্বালবে আলো রোজ সন্ধ্যা বেলা, হাড়ের ভিতর
জাদুর কাঠি পাতা নড়লেই বলবে কথা, সুখের লোভে রাত্রি বেলা
স্বপ্ন চোরা কোন সে পাখি ডাকবে তোমায় চুপি চুপি—


সাড়ম্বরে জানিয়ে দেবো রহস্যমাখা জলের কথা—কোথায় ফোটে পদ্মকলি
চৌদিকে তার চোরাগলি—পা বাড়ালেই বিঁধবে গলে মস্ত কাঁটা
ফুৎকারেতে উড়িয়ে দেবো সর্বনাশা বিষের জ্বালা, আহ! ভালোবাসা—
এবার এলেই বুঝিয়ে দেবো কেমন তুমি খেলতে পার আগুন আগুন খেলা


সাড়ম্বরে দেখিয়ে দেবো মুখোস খুলে কোন কলঙ্ক চাঁদ ডুবালো নদীর জলে  
সর্ব অঙ্গে গন্ধরাজের গন্ধ নিয়ে তোমার নামে কোন সাপিনী উঠল মেতে
জ্যোৎস্নাজ্বলা মধ্য নিশীথ হাসির ছলে পুড়িয়ে দিল এক নিমেষে বুকের তটে—
এবার এলেই বুঝিয়ে দেবো পাহাড়সম জীবন কেমন তুমি ভাঙতে পার গড়তে পার