তোমাকে ছুঁলে বাঁচার আকাঙ্ক্ষা বাড়ে
অটল বিস্শ্বাসে দাঁড়ায় ঈশ্বর সম্মুখে !
আমি হয়ে উঠি তখন,
পৃথিবীর সবচেয়ে সাহসী পুরুষ,
শতবর্ষী চুম্বনে প্রেমের বিরুদ্ধ
নিয়মের ব্যারিকেড ভেঙে
দক্ষ সৈনিকের মতো মার্চ করতে করতে
এগিয়ে যাই তোমার সবুজ উদ্যানে
যেখানে অসংখ্য গোলাপ পাপড়ি মেলে
অভিবাদন জানায় পৃথিবীর
সব প্রেমিক–প্রেমিকাদের।


তোমাকে ছুঁলে বাঁচার আকাঙ্ক্ষা বাড়ে
সত্য-সুন্দরের পথ হয় দীর্ঘ
প্রেমের অগ্নি স্পর্শ পাই পিঠে পাঁজরে !
তখন বুদ্ধের মত দৃঢ় বিশ্বাসে
মুখ ফিরিয়ে নিই সংসারের মায়া থেকে
ক্রুশবিদ্ধ শরীরে যীশুর মতো নগ্ন পদে
পৌঁছে যাই স্বর্গের দুয়ারে !
তোমাকেই কেন্দ্রে রেখে পেন্ডুলামের মতো
দুলতে থাকি সূক্ষ্ণ জ্যামিতিক নিয়মে
জীবনের সমস্ত সঞ্চয় নিয়ে
নিঃস্ব প্রেমিক আমি
আজন্ম প্রার্থনারত তোমার প্রাসাদ ফটকে ।