প্রতিটি মানুষ ব্যক্তিগতভাবে
বাঁচতে চাইছে;
হাতের উপর হাতের চাপ,
অপর শরীরের উত্তাপ
আর সহ্য হয় না কারো।
ছোবলে ছোবলে নীল নক্ষত্র !
রক্তে রক্তে বিষ…
জিহ্বায় ঘৃণার নুন মাখিয়ে…
ভালোবাসা ইশ!... করে চুম্বন
শুধু আগুন আর আগুন!
আমি জ্যোৎস্নার ধবল প্রতিবাদে
ধাপে ধাপে পেরিয়ে যাই
বুকের কারাগার…
আমাকে রুখবে কে তুমি ছাড়া?
বিষাক্ত সাপ! সে তো এখন বন্দী
নক্সা করা যাদুর বাক্সে;
আর শূন্যতা...!
এখন আমার গায়ের জামা থেকে
লাফিয়ে লাফিয়ে পড়ে
অদ্ভুত সব শব্দ
একেবারে বেয়ারা, স্বাধীনচেতা!
চারপাশটা কেমন রঙিন করে ফেলে।