২০।
    সেই কবে সৃষ্টির উচ্ছ্বাসে
    ধরিত্রী খুলে দিয়েছে উর্বর ঊরুসন্ধি!
    সভ্যতার লকলকে জিভ
    চেটে নিয়েছে সব নোনতা জল
    তবু থামেনি কোলাহল-
    থামেনি মানুষের ক্রন্দন এখনো!!


২১।
       এই তো আমি
               এই আঁধারে
        হাত বাড়িয়ে
               ডাকছি তোকে
        তুই তো থাকিস
                 জ্যোৎস্নালোকে
         প্রেম বিরহের
                  কাব্য হয়ে
        কেমন করে
                 ধরবো তোকে ।।