যদিও দিন শেষে
আমাদের জামার ভিতর থেকে
লাফিয়ে পড়ে হলুদ রোদ, নিয়তি পোড়া গন্ধ
ফালি ফালি কাটা চাঁদ,
বিশ্বাসের ক্ষত বিক্ষত লোমশ হাত,      
           আর নিসর্গের ঝলসে যাওয়া মুখ...                  


তারপরও...
স্মিত হেসে সুদৃশ্য ডাইনিংটেবিলে
ডিনার করি কাটাচামিচে;  
আমাদের চোখে তখনো ট্রাফিক সিগন্যাল
লাল,হলুদ,সবুজ...  
                      সবুজ, হলুদ, লাল...


বুকের উপর
অ্যালকোহলিক রাত ছোটে রুদ্ধশ্বাসে!
ঐশ্বরিক ওম ক্রমে ক্রমে নেমে আসে
শারীরিক মৃদু উত্তাপে!
জানলার পর্দাগুলো হালকা দুলে দুলে ওঠে
                       দেহতাত্ত্বিক স্বরে!


রক্তের ভিতর
তখন শুধু শিল্প ভাঙা গড়ার খেলা চলে ।
ব্যক্তিগত অভ্যাসের মুখোশ খুলে
নগ্ন দাঁড়াই বোধের স্বচ্ছ্ব মুকুরে!
নিজেরি প্রতিবিম্বে আঁতকে উঠি!
                  বার বার আঁতকে উঠি !