জন্মের পর পরই কয়েকটা কুকুর আমাকে শিখিয়েছিল
ধবধবে চাঁদের আলোয়
হাড় থেকে খুলে খুলে কীভাবে মাংস খেতে হয় সেই ব্যকরণ
আজ অব্দি আমি তা চর্চা করে যাচ্ছি
আর একটু একটু করে ফুরিয়ে যাচ্ছি
যেমন করে ফুরিয়ে যাচ্ছে ভাষা নদী জল মাটি
মানুষ ও সভ্যতা!!