তোমাকে দেখে এতোটা বিব্রত
কখনো হয়নি আমার চোখ
এর আগে; যেন আচমকা  
থেমে গেছে সময়!
তোমার চোখের কার্ণিশে
শ্রাবণের মেঘ,চিবুকে বসন্তের
ক্রন্দন; আমাকে অভিবাদন
জানায় বিনম্র স্বরে;  কিন্তু সামনে
এগোবার সাহস পাই নি!
অথচ তোমার অপাপবিদ্ধ শরীর!
একদা আমার তীর্থস্থান- আমি,
শীতের পাখির মতো অগ্নিডানা মেলে
সহস্রাব্দের হিম বুকে  
কতোবার এসেছি ; ধুয়ে নিয়েছি
প্রাক্তন পাপ তোমার উষ্ণ জলে ।