তোমার ছায়ার গন্ধ পেয়ে
আমার সমস্ত ইন্দ্রিয় শক্তি উপেক্ষা করে  
একটি নিঃশ্চুপ সন্ধ্যা
চুপি চুপি নেমে গেল নদীর দিকে
তার পিছু নিতেই
তোমার শ্যামল বুকে জ্বলে উঠল আলো
অথচ কতো কথা, কতো গল্প পড়ে আছে  
আরব্য রজনীর মতো দীর্ঘ শরীরের ভাঁজে ভাঁজে
শাড়ির অন্ধকারে
উঁকি দিয়ে দেখি ফুলের অভিমান—ম্লান মুখ  
কেন জেগে থাক এইভাবে
ক্ষয়ে যাওয়া প্রহরের কষ্ট মেখে ?
বরং তুমিও যাও নদীর দিকে—
সমস্ত সম্পর্ক ছিঁড়ে, চুম্বনের স্বাদ ভুলে  
এই বয়ে যাওয়ায় চিরন্তন—
প্রেম— সেও তো যাওয়ায়—জীবনকে টেনে হেঁচড়ে
উজ্জ্বল হয়ে ফুটতে
ধীরে ধীরে যাওয়া চিরন্তন বিরহে..