কতোটা পথ এসেছি দ্যাখো, অক্লান্ত হৃদয়ে-
হোক না আজ বৃষ্টির গান শরীরে শরীরে
চুম্বনে চুম্বনে নামাই চাঁদের মোহর
তোমার দুয়ারে!
লুপ্ত হোক সংসার কলোরব, যা কিছু সৌরভ-
লীন হোক তোমার বুকে
শুধু জ্যোৎস্নার জলে উঠুক ফুটে পদ্মফুল !
উন্মাদ ভ্রমর আমি এখনি ফুটাবো হুল।


রক্তের ক্ষুধা বাড়ে আরও বাড়ুক--
জ্বলে পুড়ে ছারখার হোক রাক্ষসী জলামুখ
তর্জনীতে উঠে আসুক অন্ধকার
হৃদয়ের গভীর থেকে;
সপ্ত আসমানে ছুটুক প্রবল বেগে!
তবু প্রেমের প্লাবন না থামুক
কাঁপুক ব্রহ্মাণ্ড! কর্ষিত হোক ভূমি
সৃজন হোক নতুন জীবন এখোনি।।