তোমার কথা মনে পড়তেই বুকের ওপর
উঠে আসে কচি ধানক্ষেত
মেরুদণ্ড দিয়ে একটি সরু কাঁচারাস্তা নেমে যায় নদীর ঢালে  
এতো দীর্ঘ সময় ধরে কেউ স্নান করে?
আমার জল অভাবী গরীব নদী তোমার শরীরের এতো
ঐশ্বর্য, লম্প ঝম্প আর নিতে পারছে না!
আকাশ ঢলে পড়েছে মাটির কাছাকাছি, মেঘ ছুঁয়ে ফেলেছে চুল
বাতাসে তোমার অমল গন্ধ—ঝরে পড়েছে ফুল !  
এলোমেলো সুরে গান গাইছে আদিবাসী যুবক শোকে টালমাটাল
ফুলহীন ফলহীন বৃক্ষ, ছায়া নেই মায়া নেই স্তব্ধ আঁধার!
চোখের আগে উঁচু নিচু মন্থর পথ—
এই ঝরো বাংলায় তুমি যার আঙুল ধরে হাঁটছ
তার পায়ের নিচে থৈ থৈ জল; স্রোতে ভেসে যায় শুকনো পাতা,  
দুঃখের ছিন্ন আঁচল—