জীবন উত্তাল সমুদ্র; ঢেউয়ের ভাঁজের অন্ধকারে লুকিয়ে রেখে
যাবতীয় স্বপ্ন বাসনা আমরা এখন পেরিয়ে যাচ্ছি নীল জল;
আমাদের গায়ে ক্ষয়িষ্ণু কালের কষ্টমাখা জামা;
আমাদের ঘিরে রেখেছে পতঙ্গ সদৃশ ঘাতক চোখ-
অশ্লীল শব্দের দ্যোতনা;    
আমরা আর কোনদিনও ফুল হয়ে ফুটবো না!
আমাদের কেউ আর নামে বেনামে ডাকবে না !
বকুল জুই চ্যামেলি হাসনাহেনা কিংবা
শিউলি গোলাপ রজনীগন্ধা-
আমাদের গন্ধভরা বাতাস আর কারও ফুসফুসে যাবে না !
আমরা এখন পেরিয়ে যাচ্ছি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ!
আমাদের রক্তমাখা চরণ
দলিয়ে পিশিয়ে যাচ্ছি বিশ্বাস আশা প্রেম ভালবাসা!
আর তীব্র ঘৃণায় বৃষ্টির মতো খসে পড়ছে আকাশের তারা!
আমরা এখন দুধকলা দিয়ে
জিহ্বার তলায় যত্নে পুষে রাখছি বিষাক্ত সাপ  
শুধু ছোবলের অপেক্ষা…
বুকের গহীনে যখন নেমে আসবে অমাবস্যার রাত!!