ওই পাড়ে তুমি,
আর এই পাড়ে তোমার ছায়া আমাকে তাড়িয়ে বেড়ায়
দিনভর রাতভর;  
কী শান্তি পাও ? আগুনে জলে এমন বিরহ ছড়াও !
পুড়লেও তো বস্তুর ছাই ভষ্ম থাকে,
কিন্তু মানুষের থাকে না কিছুই, হৃদয় ভষ্ম হলে
আমি তো সয়ে যাই শোক ও সমর একসাথে  
দিনভর রাতভর;  
বোধের ভিতর কী বলতে চেয়েছিল
সেই সব মৃত অক্ষর ?


ওই পাড়ে তোমার বাগান,
এই পাড়ে কৃষ্ণচূড়ার লাল বসন্ত হয়ে ফোটে !
তোমার শরীর ভরা জ্যোৎস্নাগরল, প্রেমের নামেই ঢেলে দাও-  
এই পেতেছি শূন্য করতল;
নীল হোক আরো আকাশ,মাটি, জল, হৃদপিণ্ড কমল !
তবু স্বাদ যদি মিটে নেমে এসো একবার
চুম্বন ধারে ক্ষতবিক্ষত করো, চূর্ণ করো নিকষ কালো আঁধার
জানি, তোমাতেই চিরমুক্তি আমার


ওই পাড়ে তুমি,
আর এই পাড়ে তোমার ছায়ার মিথ জাগিয়ে রাখে আমাকে  
দিনভর রাতভর;
মূঢ়তায়, খরায়, জরায়, ক্লান্তি, অবসাদে শান্তির পরশ ছড়ায়;
ফাঁদের পর ফাঁদ পেরিয়ে যাই, তোমারই মোহ মায়ায়
যদি পেয়ে যাই সাদা সত্য দিনভর রাতভর
তারই সাধনায় প্রেমে, বিরহে,আগুনে,জলে মগ্ন থাকি