পরিযায়ী মেঘের চুল থেকে বৃষ্টির মত
অমোঘ ছন্দে ঝড়ে পড়ছে বর্ণচোরা সব অক্ষর,
ভাষার ব্যঞ্জন— আহ্লাদিত! ছুটছে দিগ্বিদিক
জেগে উঠছে মৃণ্ময়ী বোল—উৎসব,মহোৎসব !    
অতঃপর নিমেষেই ঢুকে পড়ছে তোমার নিষিদ্ধ ফাটলে  
অগ্নিপুষ্প প্রতিবাদ, ক্ষুধা ও চুম্বন একসাথে—  
জলের শরীরে মিশে যাচ্ছে—আলোর ছায়া
ব্যথায় কুঁকড়ে যাওয়া ব্যর্থ মিনার—উন্মাদ চক্ষু!
অনশ্বর স্রোতে ভেসে যাচ্ছে মৌন গোধূলি—মাধবীর ঘ্রাণ!
জন্ম জন্মান্তর! সহজ সমীকরণ—মথিত জীবন!
আত্মায় শবের ছাই-ভস্ম! ধ্বসে পড়ার আগে শেষ চিৎকার
দুলে দুলে উঠছে নগরীর দেহ—জ্যোৎস্না উদ্যান!
এইবার পুনরুত্থান! চাই সেই হ্লাদিনী শক্তি
হে সুন্দর! যখন—  
দুঃস্বপ্নের সচল পাথর ভাঙছে ঘুমের বৃত্ত
উদযাপন শেষে অন্ধকারে কথা বলছে ব্যক্তিগত বিজ্ঞাপন!