তোমার তোরণে তোরণে
আহত নগরীর বায়বীয় শ্বাস
মেঘের মুখুশ খুলে
সাতরঙা আকাশ দেখায়
জলছবি সভ্যতার নগ্ন ইতিহাস!!
একদা বাইবেল খুঁড়ে
যারা জল এনেছিল অন্ধকুপে
তাদের হাতে পায়ে এখন শুধু
রক্ত লেগে আছে!!
কোন এক আদিম নষ্ট পাথর
ঢেকেছে তোমার আলোর জঠর!  
ছলে বলে কৌশলে সব
শস্যদানা নিয়েছে লুটে
অমাবস্যার বিষ দিয়েছে ঢেলে
হৃদয়ের গোপন সুরঙ্গে।
দেখছি ঈগল চক্ষু মেলে
তোমার বুকের ভিতর
আরো কতো হিরোশিমা জ্বলে
পালকে পালকে আগুন মেখে
নরক হতে শকুন
আসছে উড়ে! দেবতারা সব
হাঁত পা ছুঁড়ে নৃত্য করে
এখন তোমার শরীর জুড়ে
কেবল এসিড বৃষ্টি নামে
দগ্ধ তোমার চারণভূমি
বিহঙ্গ সুর, বন-বনানী
পায়ের কাছে পড়ে আছে
শুষ্ক নদী উষর মরুভূমি
এ কেমন রূপ তোমার বসুধাভুমি !!