এই সমুদ্র তৃষ্ণার। জল ভেঙে উঠে এসো ব্যথাতুর
কেন এই শিথিলতা, নিঃশব্দ পাতাল টান
সর্বনাশের ফেনিল নাচ
কেন তার চোখে ঝলসে উঠি বারংবার?
প্রেমে চুম্বনে ক্ষতবিক্ষত
তুমিও কি জান সেই অভিধান  
উপলব্ধির বাহিরের অসুখসমুহ
অক্ষরে অক্ষরে ফেটে যায় রাত, দুলে ওঠে ঘুম
আমাদের একা করে চলে যায় গান—অন্ধকারে!