এক একটা দিন আসে শুকিয়ে যায়
মনের ময়ূর; আক্রান্ত হই মারাত্নক—
স্মৃতি প্রেম মন্থনে নাস্তানাবুদ
বুকের কাছ থেকে ফিরে যায় সমুদ্র!


হা-ভাতে  ঘর সংসার—
কেউ কি কিছু নিয়ে গেল ?
ঘর্ষণে ঘর্ষণে ক্ষয়ে গেছে পা, হাঁটা পথ—
ফুরাতেই চায় না—


জেগে আছে চৈত্রের মাঠ—চোখ, বিদীর্ণ দর্পন
ছিঁড়েফেঁড়ে এক একটা আলিঙ্গন
হাজার রঙে ফিড়িয়ে দেয়—সব স্বাদ !
দেয় শুধু, নেয় না কিছুই ?


পাথর জানে—দরজা কপাট বন্ধমানুষ ভাঙা শক্ত
নিঃশ্বাসে গড়িয়ে পড়ে রক্ত—
ডাল পালায় ঝুলন্ত সম্পর্ক—ক্ষুধা নেই, নিদ্রা নেই
দৃশ্য পটে নেই নদী


এক একটা দিন আসে স্নায়ুতে ঝড়
আক্রান্ত হই—পতঙ্গ, ফুলে বৃষ্টিতে চুপসে
চাবুকে চাবুকে জ্বলে ওঠে আগুন—অনন্ত যৌবন
পুড়ে খাক শোভন জীবন—গভীরে স্বচ্ছ জল!!