এখনো কি নামবে না পথে ?
যখন খুব সস্তায়
মাথার ঘিলু
হিংসার পায়ে পায়ে মিশে যায়
থেমে থাকে রক্ত
রোদে শুকায় কাটা জিভ
শব্দ নিয়ে খেলে
কতিপয় ক্লীব।


এখনো কি নামবে না পথে ?
অক্টোপাসের মতো অন্ধকার
সময়ের গলা জাপটে
ধরে আছে! ড্রয়িংরুমে  
রোজ বমি করে দুরদর্শন
বিপন্ন মন
গেরুয়া পোশাক খুলে
বিভাজন করে সেক্স ক্রোমোজোম।


নরম শরীরে
গরম বাতাস লাগে
খিস্তি-খেঁউড় চলে
জীবনের না পাওয়ার সাথে
কেউ সেঁটে দেয়
দেয়ালে মৃত্যুর বিজ্ঞাপন
কেউ করে রঙ
এসব গণতন্ত্রের ঢং।


নেতারা করে কাদা ছোড়াছুড়ি
কবিরা নিঃশ্চুপ
দরজায় খিল দিয়ে
দেখে প্রিয়তমার মুখ।
পৃথিবীর এখন দারুন অসুখ
নামে না কেউ আর পথে
ধ্বংসের হা করা মুখে
আগুনের দানা ফোটে।